যতদিন এ দেশ হবে না লীন
ততদিন তুমি বাঁচবে-
মহান অশ্রুজলে কত প্রেমিক
বাতাসে তোমায় খুঁজবে
মিটাতে তব ভালবাসার ঋণ।

প্রাতস্মরণীয় হয়েছে সবার
অপরাজিতা দেবী বুদ্ধা-
হার না মেনে দিলে আত্নহূতি
এক লৌহমানবী যুদ্ধা
অমর প্রীতিলতা ওয়াদ্দেদার।সম্পূর্ণ