3.5/5 - (2 votes)

ঐ মূর্তির শীতল স্নিগ্ধ জলধারা
বহিছে নীরবে একক ধারায়।
যেন নিজেরে বিস্মৃত, ঝরনা-অপসৃত
কাহারও টানে সে ছুটিয়া পালায়।

প্রকাণ্ড এক প্রস্তর খণ্ড দম্ভে দানিছে বাধা
নদী গতি পথে এক স্থানে।
করিছে বিভাজিত দ্বিমুখে প্রবাহিত
একমুখী ছিল যাহা আপন মনে।

কোথাও দেখিনু উপল খণ্ড বহু বাধা দানে
ভাঙিছে মূল স্রোতধারা,
বহু শীর্ণ ধারায় ক’রে রূপায়িত
মূরতি তটিনী হয় বেগহারা।

গতি পথে নীচে সে বহু ধারা
মিলন ঘটায় একক ধারায়।
ছলছল সকল শীর্ণ প্রবাহ
দীর্ণ বক্ষে আপনা হারায়।।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pijush Kanti Das
1 year ago

কবিতাটি ভালো লাগলেও পুরানো ভাষা চয়ন আর সাধু চলিতের মিশ্রণ রয়েছে।