3.5/5 - (2 votes)

কেউ কি জান সদাই কেন বােম্বাগড়ের রাজা-
ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা?
রানির মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?
পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানির দাদা?
কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লােকে?
জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ?
ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে?
টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে!

রাত্রে কেন টাকঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে?
কেন রাজার বিছনা পাতে শিরীষ কাগজ দিয়ে?
সভায় কেন চেঁচায় রাজা ‘হুক্কা হুয়া’ বলে ?
মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে ?
সিংহাসনে ঝােলায় কেন ভাঙা বােতল শিশি ?
কুমড়াে নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি?
রাজার খুড়াে নাচেন কেন হুঁকোর মালা পরে?
এমন কেন ঘটছে তা কেউ বলতে পারাে মােরে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments