কবিতাতোরা বিদায় নিলে শান্তি পাব
কবিসুব্রত মিত্র
বিষয়জীবনমুখী, প্রতিবাদ, যুদ্ধ, রাজনৈতিক, রূপক, সমসাময়িক
উৎসর্গবর্তমান রাজনৈতিক পরিস্থিতির নোংরামি দেখে এই কবিতার রচনা হয়
সম্পৃক্ততামুক্তির দাবি
লিখার স্থানকলকাতা;যোধপুর পার্ক।
লিখার সময়১৪/০৬/২৪ খ্রিষ্টাব্দ;১৫:২৩মিঃ
Review This Poem

তোরা বিদায় নিলে শান্তি পাবো
সুব্রত মিত্র

ঐ যে নেতাগুলো দেখতে পাচ্ছ……..
ওরা কি নেতা ?
তবে কি ওরা ?
ওরা …?
ওরা ন্যাতা……….!
অ্যা ……
অ্যা না ,হ্যাঁ।
তাইলে তো ওরা খুব মূল্যবান ….!
কারণ; ন্যাতার কোন বিকল্প নেই
আরে ওরা সেরকম কাজের ন্যাতা নয়
ওগুলো ফেলে দেওয়া অকেজো ন্যাতা।

ওরা তাইলে কি আক্কেলে ভোটে দাঁড়ায় ?
পয়সা কামানো আর দাদা গিরির আশায়
রাজনীতিতে তো ওনাদের ভালোই দহরম বহরম,
ঐ শালারা করবে রাজনীতি ?
এরা যেটা করে ওটা হলো সাজনীতি
কি বলেন ?
সাজনীতী?
হ্যাঁ; হ্যাঁ; সাজনীতি।
ঐ রাজনীতিতে যেমন রাজা সেজে রাজ্যের ভাষণ দিতে হয়
তেমনই সেজেগুজে যে নীতি-নৈতিকতার কথা বলতে থাকে—
সে সাজনীতি হবে না তো কি হবে?

এই সুমন্ধীদের জাতের ঠিক নেই,
পাতের ঠিক নেই;
কথার ঠিক নেই
মাথার ঠিক নেই;
এরা দল বোঝেনা; এরা ডাল বোঝে
এরা মন্দা খোঁজে না; এরা ধান্ধা খোঁজে
এরা যে দলে যাবে; সে দলেই শুধু খাবে
খাওয়া ছাড়া এদের কোন- -ও – – -ও- – -কাজ নেই
এদের তো এমন দুর্গতি হবেই- – – -ই- -।

রাজ্য থেকে,দেশ থেকে, এদের ঝেঁটিয়ে বিদায় করা উচিৎ।
এরা মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে
এরা মানুষের বিবেক-বুদ্ধি নিয়ে ব্যবসা করেছে
এরা আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করেছে
এরা আমাদের মা-বনের ইজ্জ্বত নিয়ে ব্যবসা করেছে
এরা আমাদের উন্নয়ন নিয়ে রাজনীতি করেছে
এ শালাদের শালা বলতেও ঘেন্না করে
এখান থেকে দূর হয়ে যা ছেঁড়া ন্যাতাগুলো
তোরা জানিস ?তোরা কি করেছিস?
তোরা মানবাধিকার লংঘন করেছিস।
যাহ …..যাহ….. যাহ……….
তোরা আমার চোখের আড়াল হয়ে যা
তোদের হামলা বন্ধ হলে একটু শান্তিতে ঘুমবো
তোদের নোংরা রাজনীতি বন্ধ হলে একটা শান্তির গান শোনাবো।
—————————– সমাপ্ত ——————————
১৪/০৬/২৪ খ্রিষ্টাব্দ;১৫:২৩মিঃ;কলকাতা;যোধপুর পার্ক।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments