মনে থাকবে না!
এই আলো, এ বিকেল, এই বেচা-কেনা,
এই কাজ-প্রেম, রাঙা জীবনের দেনা
এ নিবিড় পৃথিবীর, নিজেদের হঠাৎ এ চেনা
মনে থাকবে না।
তবু কিছু থাকবে কোথাও,
এই আলো এই ছায়া যখন উধাও
বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে চুপচাপ ঝাঊ
আলো-লাগা, ভালো-লাগা মন-নেই তা-ও
তখনো হয়তো কিছু থাকবে কোথাও।
তখনো থাকবে ছবি তোমার আমার।
দেখবে পারো না একা হৃদয়ে তাকাতে তুমি আর,
যতোবার
তাকাবে দেখবে যেন আরো কেউ আছে তাকাবার,
অপলক চোখ যেন কার
তোমার চোখের পাশে – হয়ত আমার।