2/5 - (1 vote)

ধান্দায় খাচ্ছে লুটে

মানুষ বাঁচে একশো বছর
কিংবা তাহার কম,
নিজের নজির প্রকাশ করে
ছাড়ে গর্বের দম।

দিবস রাতে টাকার পিছে
শুধুই মানুষ ছুটে,
অর্থের মোহে অন্যের অর্থ
ধান্দায় খাচ্ছে লুটে

জীবন নিয়ে হিসাব নিকাশ
নাইবা তারা করে,
ভাবতো যদি ছাড়বে ভূবন
যাবে আঁধার ঘরে।

ভাবার সময় নেইতো কোনো
পাইলে অর্থ টাকা,
ধনসম্পদ যে থাকবে হেথায়
লাশটা বাঁশে ঢাকা।

তবুও মানুষ গড়তে থাকে
সবই মনের মতো,
সম্পদগুলো ভাগ করে নেই
নিজের মত কতো

এমন ভাবনা কয়’জন ভাবে
যেতেই হবে চলে,
হিংসা বিদ্বেষ করছে শুধুই
নিজের নিজের বলে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pijush Kanti Das
1 year ago

লাশ টা বাঁশে ঢাকা?
বুঝলাম না কবি।