Review This Poem

আমজনতা —-বিরাট কষ্টে
রাখছে কে’বা খেয়াল,
তাল বেতালের রাজনীতিতে
শান্তি দেশের বেহাল!

রাজ ভবনে —-ময়ূর পুষে
দিলেন খাদ্য দানা,
এমন সাধ্য কার আছে যে
করবে তাকে মানা!

খিদের জ্বালা বেজায় কষ্ট
লাগছে পেটে খিল,
চটলে বেশি করবে নিরব
পড়বে পিটে কিল।

বিপদ দেখি —সবখানেতে
কাবু সকল জনে,
রাজা-মন্ত্রী –আপন-স্বজন
বেজায় খুশি মনে!

আমজনতার —কঠিন প্রশ্ন
রাজনীতি কি ফিকে,
জোর ক্ষমতায় গর্দান ছিঁড়ে
থাকছে সেতো টিকে।

রাজনীতিতে ফায়দা লোটে
পড়ছে তন্ত্র-মন্ত্র,
শান্তি নামক পোশাকধারী
মরণ ফাঁদের যন্ত্র!

মনুষ্যত্ব——-উধাও আজি
সর্বলোকে জানে!
দেশ কাঁপছে তো কুশাসনে
নীতির বাক্য মানে।

অলীক সুখের—–করতালি
সবখানেতে চলে,
ঝুঁকছে মানুষ কার জোটেতে
সংখ্যায় দলে দলে!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pijush Kanti Das
1 year ago

ছন্দ কাটলেও ভালো লাগলো।