আমার একটা মানুষ প্রয়োজন,
প্রবল জ্বর এ যেমন প্যারাসিটামল প্রয়োজন হয় অথবা,
শরৎ এর আকাশের দিকে একটিবার তাকানোর জন্য যে সময়ের প্রয়োজন হয়।
শহরের রাস্তায় কাঠ ফাটা রোদে যেমন একটু ছায়া প্রয়োজন হয়,ঠিক তেমন!
তৃষ্ণার্থ মানুষের এক গ্লাস পানির দরকার হয় যেমন!
বছরের প্রথম বৃষ্টি গায়ে মাখার বা,
পূর্ণিমার রাতে একটিবার চাঁদ দেখার যে প্রয়োজনটা তার থেকে কম কিছু নয়
আমার একটা বন্ধু প্রয়োজন,
স্বস্তির নিজস্ব ব্যক্তিগত স্থান প্রয়োজন
ভরসা করার মতো কাঁধ আর
মহামূল্যবান ভালবাসা নামক অনুভূতি গচ্ছিত রাখার জন্য একটা মন প্রয়োজন
আমার একটা মানুষ প্রয়োজন।