কবিতাযাপিত দিনকাল
কবিমাসুদুর রহমান শাওন
বিষয়রূপক
উৎসর্গযারা ভুলে গেছে ভুল ডাকনাম
সম্পৃক্ততাকাউকে প্রচণ্ড ভালোবেসে অবহেলা পেয়ে সেই ভুল ভালোবাসা ভুলে গিয়ে লেখা।
লিখার স্থাননান্দিনা, জামালপুর
লিখার সময়২১ আগস্ট, ২০২৩
Review This Poem

তুমি আমার চক্ষের আবডালে কার লগে সন্ধ্যার গল্পে মাইতা উঠলা,
কার গালের চোখা চোখা দাড়িগুলায় খুঁইজা পাইলা অসম্ভব তৃপ্তি।
কার লাইগা রাইতের আন্ধাইরে জাগতে জাগতে ঘনঘন নিঃশ্বাস ফেললা,
কার লাইগা স্বপ্ন দেখতে দেখতে তুমি ক্লান্ত ঘর্মাক্ত শরীরে বিছানা ছাইড়া উঠলা-
অথবা কার শুভ্র নরম আদরে ভুইলা গেলা দিন আর রাইতের তফাৎ।
বিশ্বাস করো; অহন আমি আর এইসব নিয়া ভাবিনা, অহন আমি চুপ হইয়া আকাশ দেহি-
যে আকাশে তোমার চক্ষের মতো সাদা-কালো মেঘ ভাইস্যা বেড়ায়,
অহন আমি দুই আঙুলের মাঝে মশাল রাইখা আলো-ধোঁয়ায় মিশ্রিত তোমার অস্বচ্ছ ছবি আঁকি-
আর মাঝে মইধ্যে খালি তোমারে একবার দেখবার মন চায়;
অস্বচ্ছ ছবিটারে অভিশাপের ফিল্টার দিয়া আরেকটু অস্বচ্ছ করবার জন্যে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments