লাল রঙের সাথে হঠাৎ কথা হতেই
জানতে পারলাম সে তোমাকে চেনে,
তোমার পায়ের আলতায়
সে খুব স্বাচ্ছন্দে থাকে,
টিপ হয়ে সে দখল করে রাখে
দুই নীড়ের মাঝের ভিটে।
একদিন নীলের সাথে আচমকা দেখা
শুনলাম সে তোমার শাড়িতে থাকে
এখান থেকেই নাকি উৎপত্তি
নীল মেঘের
নীল নদের
নীল সমুদ্রের।
এবার শিউলির সাথে কথা হতেই
ইশ্বর কে একটা ছোট্ট আর্জি জানালাম,
ইশ্বর এখন আমাকে তাঁর চুলের খোপার শিউলি বানিয়েছে…
বাঃ, ভারী সুন্দর মিষ্টি কবিতা !