যখন খুব করে তোমাকে চাই
তখন একেকটা
সাগর পাড়ি দিয়ে
নীলকণ্ঠী বুকে
জমা হয় হিমালের বরফ।
কেন এমন হয় বলতে পারো?
বলতে পারো
কেন তখন ২৪৫ টি পিরামিড আমার বুকে প্রত্নতত্ত্ব স্থাপন করে
তোমার স্মৃতির?
2023-11-18
যখন খুব করে তোমাকে চাই
তখন একেকটা
সাগর পাড়ি দিয়ে
নীলকণ্ঠী বুকে
জমা হয় হিমালের বরফ।
কেন এমন হয় বলতে পারো?
বলতে পারো
কেন তখন ২৪৫ টি পিরামিড আমার বুকে প্রত্নতত্ত্ব স্থাপন করে
তোমার স্মৃতির?