চন্দন
রাফাত আহমেদ
তোমার কপালে একবার চন্দন ফোঁটা দিয়েছিলাম
তোমার ছায়া হয়ে সে এসে
জ্বলন্ত বিস্ফোরণ ঘটায়
এখানো
মাঝে মাঝে…
আমি নতুন বই পড়া শুরু করেছি
এখন লাল বই বেশি পড়ি
ফলে সেদিন ঘরে ঢুকে দেখি
আমার ঘরটা লাল
বিছানা লাল এমনকি পোশাকগুলো
শুধু টেবিলটা চন্দন কাঠ রঙ
যা ছিল অস্থায়ী ডাকবাক্স
তোমার তিন পৃষ্ঠার চিঠির
আমার অসংখ্য কবিতার …