বারবার আমি বারবার
তোমার প্রেমের কাছে
হার মেনে যাই ।
নও তুমি উর্বশী -মেনকা
কিংবা বরতনু সেই সুতনুকা
তবুও তোমার ডাগর চোখে
ডুবে তৃপ্তি পাই ॥
যখন হৃদয় তীব্রদহনে
ছটফট করে -শান্তি নাই মনে ,
ছুটেছুটে আসে শুধু
তোমার সকাশে ।
তোমার প্রেমের স্পর্শে জুড়ায়ে
অনাবিল শান্ত সরোবর হয়ে
তৃপ্তি সুখে ভাসে ।।
কোলকাতা :-
2023-11-24