
ইউজার নেম ঘরে ইউজার নেম অথবা ইমেইল এড্রেস যে কোন একটি দিন। রেজিস্ট্রেশন করার সময় যেটা দিয়েছিলেন। তারপর সাবমিট দিন এবং আপনার ইমেইল চেক করুন।
ইউজার নেম এবং ইমেইল মনে করতে না পারলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
উপায়ঃ ১
আপনার প্রফাইল এ গিয়ে About Section এ নজর দিবেন। সেখানে Poetrystate Username এর অপশানে আপনার ইউজার নেম দেখতে পারবেন।
এবং আপনি লগইন না করেও আপনার ইউজার নেম দেখতে পারবেন।
উপায়ঃ ২
আপনার ইউজার নেইম ভুলে গেলে, আপনার প্রফাইল থেকে জানতে পারবেন। প্রোফাইল এ গেলে আপনার প্রফাইল ঠিকানা এর author এর পরের অংশই হচ্ছে আপনার ইউজার নেম। উদাহরণ হিসেবে রুদ্র এর প্রোফাইল লিংক দেখুন www.poetrystate.com/author/rudro
এখানে রুদ্রের ইউজার নেম হল rudro
এবং আপনি লগইন না করেও আপনার ইউজার নেম জানতে পারবেন ঠিকানা থেকে।
উপায়ঃ ৩
কোন সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে কবিতা অঞ্চল এ মেসেজ দিন। সরাসরি টেকনিক্যাল পার্সন আপনার সাথে যোগাযোগ করবেন।