কবিতামানুষ হবে কবে মানুষ
কবিপংকজ পাল
বিষয়সমসাময়িক
সম্পৃক্ততাসমসাময়িক
লিখার স্থানকর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ
লিখার সময়১০জুন ২০২৪ ; রাত ১১ঃ০০টা
Review This Poem

মানুষ হবে কবে মানুষ
মানুষ হবে কবে,
লোভ লালসা দূরে ঠেলে
সঠিক পথে রবে।

ভেজাল যুক্ত খাবার খেয়ে
বাড়ছে এখন ক্যান্সার,
গানের সুরে পড়ছে ভাটা
বাড়ছে শুধু ড্যান্সার।

ধর্মশালায় ধর্ম করেও
ওজন দিচ্ছে কম,
দ্রব্যমূল্য বাড়ায় ওরা
ভোক্তার যায় যে দম।

জমি কিনে লাভের আশায়
বসত গড়ে অন্যে,
এমন ধার্মিক আছে অনেক
আছে লাভের জন্যে।

হারাম খেয়ে আরাম কথা
বলে অনেক বেশি,
কালোকেশি রং মাখিয়ে
সাজছে স্বর্ণকেশি।

কর্ম চলে ওদের কথায়
ধর্ম ওদের ধোঁকা,
ভালো ভালো বয়ান দিয়ে
বানায় ওরা বোকা।

একটি যদি মানুষ পেতাম
হিংসা বিদ্বেষ নাই,
আদর করে মাথায় রাখতাম
কোথায় তারে পাই।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments