দারিদ্রের নাগপাশে আবদ্ধ করি দীনে
বিধাতা ছলিছেন যেন শেষ সম্বল হীনে!
যদিও ফুটিবে দিনের আলো
রাত্রির অবসানে।
কাঁসার বাটির ঝঙ্কার ধ্বনি উঠিবে রণনি
দারিদ্রের অনুরণনে।।
সম্পূর্ণ

বাহিরে অদূরে থাকা ছোট জলাশয়
দর্পন বিম্বিত করে, গগনে কিরণময়।
দর্পন করিছে দান আপনার ছবি খান
তুলিয়া ধরিছে তার আঁখির সম্মুখে আনি।।
সম্পূর্ণ