কাঁসার বাটি
2024-03-20
দারিদ্রের নাগপাশে আবদ্ধ করি দীনে
বিধাতা ছলিছেন যেন শেষ সম্বল হীনে!
যদিও ফুটিবে দিনের আলো
রাত্রির অবসানে।
কাঁসার বাটির ঝঙ্কার ধ্বনি উঠিবে রণনি
দারিদ্রের অনুরণনে।।
সম্পূর্ণ
তৃতীয় প্রহরে
2024-03-09
আজ দুপুরে মেঘের ছায়া
সারা আকাশ জুড়ে।
দিনের আলো চলে গেল
কোন সুদূরের নীড়ে।
সম্পূর্ণ
দূরের দেখা
2024-02-27
দূরের বেদনা দূরের যাতনা
দূরই দেয় মোরে দূরের সান্ত্বনা।
যায় সাথি মোর দৃষ্টি-অগোচরে
নীরব ব্যথা সরবে অন্তরে।
সম্পূর্ণ
জীবনের অনুভূতি
2024-02-07
কিসের সাধনা সহিয়া যাতনা
করিলাম আমি জীবন ব্যাপি।
কিসের পরখ করিলে আমায়
পার্থিব সব দায়িত্ব সঁপি।
সম্পূর্ণ
পরলোকের পথে
2024-02-07
মর্ত্যের সাথে সকল বাঁধন
এক ডাকেতে হল যে ছেদন।
আত্মা তরঙ্গ অদৃশ্য বিহঙ্গ
অজানা লয়ে দেবে সে সঙ্গ।।
সম্পূর্ণ