যেই ছুরি থেকে সবাই পালায়
আমি সেই ছুরির প্রেমে পড়লাম,পাখি।
তোমার একটা পালক এসে পরলো মানুষের পায়ে
একটি পালক
পড়লো
দেখলাম
আমি কিহ মরে যাবো পাখি?
2023-10-02
যেই ছুরি থেকে সবাই পালায়
আমি সেই ছুরির প্রেমে পড়লাম,পাখি।
তোমার একটা পালক এসে পরলো মানুষের পায়ে
একটি পালক
পড়লো
দেখলাম
আমি কিহ মরে যাবো পাখি?
প্রান্তসীমা অচিন্তনীয়তার
পরলো মানুষের পায়ে নাকি পড়লো মানুষের পায়?
দারুণ লিখেছেন।