তোমাকে বাঁচাতে গিয়ে এমন এক যুদ্ধ বাধাঁলাম, নিরবধি। এখন ভুলে গেছি তোমার বাড়ির পথ
ফিরব কোথায়?
আমার ভালো থাকার উপায় এখন যেকোনো মানুষই এক লাইনে বলে দিতে পারে
মদ্যপ জীবনের ফলাফল সকলেরই জানা।
ছায়া মাড়িয়ে যেতে যেতে আমরা এত আনন্দিত।
শরীর ডিঙানোর লোভ আমাদের নেই।
তবুও পৃথিবীর বিরুদ্ধে একটা দীর্ঘ মতামত আছে।
সেসব বলার আগে বলে রাখা ভালো -বাকি সব কথা একদিন বলে রেখো যেভাবে মেয়েরা দ্রুত করে বর্ণনা করে বলে তাদের ছোটোবেলা।
তুমিও রেখে দিও একুরিয়ামের মাছের সামনে মাটির বিড়াল।
দুঃখিতদের ছেড়ে যেও যদি দেখো সমুদ্রের চাঁদ।
আরও যদি পারো
দীর্ঘ কথোপকথন চুমুতে কমিয়ে এনো।
কারণ সকল সহজ কথাই দুর্বোধ্য ভীষন।