কবিতাবৃষ্টিতে ভিজা রাত
কবিমানব মন্ডল
বিষয়প্রকৃতি, প্রেম
Review This Poem

বৃষ্টি ভেজা রাত আরো বেশি অন্ধকার।
অজানা ভয় আঁকড়ে ধরছে আবার,
তোকে হারাবার।
জানি বৃষ্টি তোর অনেক বেশি ভালোলাগে,
বৃষ্টি ও আমায় আজ ভেজালো কত অনুরাগে।
তুই যদি চাস , আমি বৃষ্টি হয়ে ভেজাবো বারো মাস।
আমি হবো মেঘ , তুই হয়ে থাকিস আমার আকাশ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments