ক
খ
গ
ঘ
অঙ্ক শিখেছি, সংখ্যা ভুলে!
১
২
৩
৪
ভাষা বলেছি, বর্ণ গুলে !
বাংলা-ইংরেজি-হিন্দি লকারে রেখে
পিএইচডি’র খোঁজে নতুন ল্যাঙ্গুয়েজেস্
৩৮ ২৬ ৩৮ – বডি ল্যাঙ্গুয়েজ্
চিঠির মুখে জুতো মেরে এস্এম্এস্ ল্যাঙ্গুয়েজ !
মধ্যমা দাঁড়িয়ে
বৃদ্ধাঙ্গুষ্ঠি স্পট আইডেন্টিফিকেশনে ব্যস্ত
শরীর সব সন্ত্রস্ত
অনিচ্ছা সত্ত্বেও যদি জন্ম দেয়
ক
খ
গ
ঘ
অঙ্ক শিখেছি , সংখ্যা ভুলে !
১
২
৩
৪
ভাষা বলেছি, বর্ণ গুলে!
2023-10-08
সংখ্যা ও বর্নেও এভাবে কবিতা হয়!!! অনবদ্য আপনার কবিতার শানিত প্রকাশ!