মনে করো প্রেম প্রেম মাঝখানে ভূমিকারা নেই, খোলাচুল মায়াফুল জানলারা ডাক পাঠালেই–
রাণী মুখ আলো বেলা। কারা শেখে অরূপের ভাষা, এলোমেলো হয়ে যাক ভুল ছেলে নিবিড় কুয়াশা।
শ্রীমতী বসন্তের। শ্রীমতীর ধারাপাতে বিষ। ডোবাবেই ভাসাবেই ঝাউপাতা আর ধান শিষ। মন রেখো, মন রেখো, পদ্মপাতা খুঁজে নিও জল। এক পক্ষ দুই পক্ষ বানভাসি সব চলাচল।
বাঁক মুখে দুটি নদী আর দিকে নিতে যায় তারা, মেঘ থেকে ঘুম থেকে উঠে আসে ভালোবাসে যারা। বৃষ্টি থেকে জনপদ তীব্রতম রূপ জ্বালালেই ধুলো ধুলো প্রেম প্রেম মাঝখানে ভূমিকারা নেই।
অসাধারণ
ধন্যবাদ।
মৌন প্রেম!
ভালোবাসা নিও।
খুব ভালো লেগেছে, এক্সিলেন্ট।
ধন্যবাদ বোন।
শেষের চার লাইন খুব করে মনে নাড়া দিয়েছে, ভালো লিখেছেন শ্রদ্ধেয় গুণী মানুষ, কবি সাহেব।
ধন্যবাদ কবি।
খুব সুন্দর লিখেছো কবি ভাইয়া।
ধন্যবাদ ও অনিঃশেষ ভালোবাসা।
অসাধারণ কাব্যের গাঁথুনি, পড়ে মুগ্ধ হলাম প্রানপ্রিয় কবি।
শ্রদ্ধা ও সালাম।