জোর। ভেসে যাচ্ছে প্রেরণা দিন
অতীত আলো-বাতাসেরা মোম হয়ে
মিউজিয়ামে যাচ্ছে —ছোঁয়া রোগ!
ন্যাপথালিনের ভবিষ্য বিয়োগ রাখে
থেমে থাকে বাৎসায়ন
ঘোর বিপর্যয়ে বিজ্ঞাপনও বিশ্বাস হারায়
পড়ো। পতনপ্রেক্ষায় ছায়া রেখে
আমাদের উত্তেজিত করো
সমুদ্রের পুনর্ভরঙ্গ ফিরিয়ে আনলে তুমি
বিশ্বস্ত শ্বাস আগুন জ্বালাবে
আমরা কোনো পূর্বতন মার্জনা করবো না।