তোমাকে কেউ টানছে, আর
বলছে কাছে এসো –
তুমি বা আর ক’বার ঘরে যাবে!
পেছন ফিরে তাকাচ্ছো
মুখে বনের হাসি
তারার মতো হঠাৎ একটা মুন্ডু খসে গেলো!
মন করেছো যাবে না, আর
যাবেই বা আজ কেনো!
চতুর্দিকে খরস্রোতা নদী।
অনেকগুলো খাতার পাতা
রক্ত দিয়ে লেখা –
পড়ো এখন, সেসব খুলে পড়ো।
পড়ো! যেনো জীবনকাহিনী পড়ো…
অসাধারণ!