প্রয়োজনে তোমার কাছে যাবো, মধ্যজল, মুখোমুখি, এক হবো কি!
একাত্মের বহুকথা লিপিবদ্ধ হলো, পাঠের দূরত্ব কী বিষাদ
বিশ্বাসী রচনার মধ্য দিয়ে এই চাওয়া ; প্রকৃত স্পর্শ কেউ পেয়েছিলো
কিনা তার অনুমান মাঝেমধ্যে আধমরা করে
ব্যক্তিগত স্পর্শের অপরাধ আছে বুঝি, আছে বলেই তো সাঁকো
মেধাজর্জর অসুখের মায়াবী চাদর জুড়ে এখানে সেখানে
ঘুরে মরছি, নীরবতা মুছে দিতে চায় ব্যবধান, সীমানার—
এপার ওপার তবু যুক্তিগ্রাহ্য করে বেঁচে থাকা সীমানার
এক হতে পেরেছি বলেই এতো আশ্রয়, প্রাণী পুষ্পের এতো মোহ
ধংসকরুণ প্রজাতির জন্য দুঃখহীন গতির পথে আমাদের
ফেলে ফেলে যাওয়া স্মৃতি শুধু বিষাদ সংক্রমন করে, মধ্যজল
দু-দ্বীপের একই উদ্ভিদ পরস্পরের দিকে ঝুঁকে নিজের শেকড় দিয়ে
অনন্ত তল ছুঁতে চায়।