5/5 - (1 vote)

নতুন পাখির ক্যালেন্ডারে বসেছে হিম বুলবুল
আঁকা ধা-নি শিষ আর ডাকবাক্স জল শুকোচ্ছে,

অবন্যার দেশে এতো জলকুনো আগে দেখিনি
গাইছো-দুলছো চেয়ারে বসে রক করছো
নাক্স ভোমিকার ট্যাপ যেনো।

তার বাম স্তনটি লাইটহাউসের দিকে মুচকে তোলা সজল
দৃশটিও আর খিলোনা দৃষ্টিতে
কবিতার শেষ লাইনটা ডিরেল হলো এভাবে!

ভালোই হলো
রামধনুটির অছিলা ফিরে এলো
হাতে কিছু নেই,
হাতে তো কিছুই নেই
এতো বারিষের দেশ
তবুও কী হিম
হে হিম
হিমোওরে!!!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Nazia Hassan
Nazia Hassan
1 year ago

কি অদ্ভুত! আপনার শব্দ চয়ন!
কবিতা আরো চাই শ্রদ্ধেয় কবি❤️