একটু তুমি একটু আমি দুইটা একজন
একটু দূরে চোখের ভিড়ে সবুজ ঘন বন।
বৃষ্টিধোয়া ফরসা আলো পাতায় লুটোপুটি
কখন তুমি আসবে বলে আমার হুটোহুটি।
অঝোর ধারা নামল যদি আকাশ কালো মেঘে
পরান খোলা থাকল,জানি আসবে তুমি বেগে।
বন্ধ ঘরে ঢুকতে পারো ঝড়ের গতি নিয়ে
কালোর আলো যাবেই বোঝা মরণ ছুঁয়ে ছুঁয়ে।
বৃষ্টি থামে বৃষ্টি নামে দুজন একা চলি
রাজপথ শেষ হবে না মেঠোর অলিগলি।