কবিতাকরুন দৃশ্য
কবিজাহাঙ্গীর আলম অপূর্ব
লিখার স্থাননলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ
লিখার সময়২৯/০৭/২০২১
4.9/5 - (9 votes)

অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬

মহামারী অনাহারী বসে কাঁদে লোক
কথা যত ব্যথা শত মনে শুধু শোক।
পেটে ঋণে বেশি দিনে যায় নারে চলা
এত কথা যথাতথা যাবে কিরে বলা।

কোথা সুখ শুধু দুখ বেশি মনে পড়ে
কবে খাবো শান্তি পাবো পেটে খানা ভরে।
বন্দী দশা প্রাণ চষা কাটে নারে তবু
বসে ঘরে শুধু পরে ডাকি তোমা প্রভু।

দিন ভালো ক্ষণ কালো আসে নব রূপে
বলি তাই ভালো নাই ভক্তি করো চুপে।
মনে মনে জনে জনে বলে সব কিছু
অল্প খাদ্য বাজে বাদ্য ঘোরে পিছু পিছু।

হাড় গুলো ছুঁবে ধূলো হয়েছে রে দশা
নাহি চলে মনে বলে মারি তবে মশা।
ধনী ভাই বলি তাই খুব আছো সুখে
দুখী মরে খাদ্য তরে নাহি চাহো দিকে।

করো ক্ষমা দুখ জমা সুখ পাবো কবে
কাঁদে মন প্রতিক্ষণ নাহি সুখ তবে।
অবরুদ্ধ নাহি শুধু জীবন যাপন
ধরা বুকে মহা সুখে নাহি যে আপন।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments