২। কিভাবে প্রোফাইল আপডেট করবেন?

কবিতা অঞ্চলে আপনার প্রোফাইলটি আপডেট করতে নিচের দিক নির্দেশনা ফলো করুন।
শুরুতেই যদি রেজিস্ট্রেশন করা না থাকে তো নিচের লিংক এবং দিকনির্দেশনা ফলোকরে রেজি করে নিন। রেজি করা ছাড়া প্রফাইল এবং তা আপডেট করা সম্ভব নয়।
১। কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
নিচের দিক নির্দেশনা অনুসরণ করে আমরা লগইন করব এবং এবং লগইন করার পর আমরা প্রফাইল আপডেট করব।
তীর চিহ্নিত চিহ্নে ক্লিক করে মেনুবার থেকে লগিন এ ক্লিক করতে হবে এবং লগিন স্কিন অপেন হবে।

এ লগিন স্কিনে ইমেইল / ইউজার নেইম এবং পাসোয়ার্ড দিয়ে লগিন করতে করতে হবে।

রেজিস্ট্রেশনের পর সাধারণত এই স্কিন আসে। তবে মেনুবার থেকে নিজ নামে ক্লিক করে প্রোফাইল এ ক্লিক করলে নিজ প্রফাইল অপেন হবে। এবং ডান পাশের সেটিংস এইকনে টাচ করতে হবে।

সেটিংস আইকনে টাচ করলে এমন একটা পপ আপ স্কিন আসবে সেখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে।

এডিট প্রফাইলে ক্লিক করার পর এই স্কিন আসবে এবং এখানে নাম প্রফাইল কভার ছবি সব বাকি ইনফো দিতে হবে। ইনফো এভেলেবল না হলে খালি রাখতে পারবেন।
বায়ো অবশ্যই পুরন করবেন তা না হলে কবিতার শেষে আপনার প্রফাইল লিংক দেখাবে না।

ফোন নাম্বার অনলি মি প্রাইভেসীতে আছে এবং এটা অনলি মি প্রাইভেসীতেই থাকবে। শুধুমাত্র আপনি এবং কবিতা অঞ্চল সাইট এডমিন দেখতে পাবে। আপনি চাইলে খালি রাখতে পারেন। ফেসবুক, টুইটার ইন্সট্রা এবং ইউটীঊবে লিংক করে দিতে হবে। থাকলে। ব্যক্তিগত ওয়েব সাইট এবং বই বিক্রির খেত্রে স্টোর লিংক থাকলে তাও যোগ করবেন।

এবং আপডেট প্রফাইল বাটনে ক্লিক করবেন। আপনার প্রফাইল আপডেট হয়ে যাবে।
মেনুবার থেকে লগিনে ক্লিক করে আপনার ইমেইল অথাব ইউজার এবং পাসোয়ার্ড দিয়ে লগইন করবেন।

লগইনের পর ডান পাশের কর্নারের সেটিং আইকন এবং তারপর এডিট প্রফাইলে ক্লিক করবেন।

প্রফাইল এবং কভার ছবি সহ বাকি তথ্য দিয়ে আপনার প্রফাইল আপডেট করবেন।

এর বাহিরে প্রফাইল আপডেট করতে কোন সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের কে সরাসরি মেইল করতে পারেন [email protected] এ ঠিকানায় কিংবা আমাদের ফেসবুক পেজ কবিতা অঞ্চল এ মেসেজ দিতে পারেন।