কবিতামহীন তোমার কয়টি ঘোড়া !
কবিহিয়া রাজা
বিষয়জীবনমুখী
উৎসর্গসত্তরের দশকের সেই হৃদয়ে ঝড় তোলা "মহীনের ঘোড়াগুলি" র অমর স্রষ্টাদের।
লিখার স্থানদুবাই
লিখার সময়উনিশ নভেম্বর ২০২৩
5/5 - (1 vote)

মহীন তোমার কয়টি ঘোড়া এখন ?
কয়টি ঘোড়া সত্যি ঘোড়ার মতন !
মহীন, তোমার কয়টি ঘোড়া – ঘোড়া ?
কয়টি ঘোড়া জ্যান্ত, এবং কয়টি বেবাক মরা !
মহীন তোমার কয়টি ঘোড়া নাচে ?
কয়টি ঘোড়া দুঃখে ব’সে হৃদয়পুরের ভাঙা বেড়ার কাছে !
মহীন তোমার কয়টি ঘোড়া সুখী ?
(ঘোড়াগুলি জেনেছে কি, সুখ তো কেবল চালাকি বুজরুকি) !
মহীন তোমার ঘোড়ার মনে ব্যাথা !
মহীন তোমার কয়টি ঘোড়া বাড়িয়ে গলা, কয় কোন হয়-কথা !
মহীন তোমার কয়টি ঘোড়া ছোটে ?
কয়টি বসে জাবর কাটে, কয়টি চেঁচায় বেদম ব্যাথার চোটে !
কয়টি যে সয় নীরব নত দুঃখে,
বিষম ব্যাথার চাবুক হাসি মুখে –
মহীন তোমার কয়টি ঘোড়া ভীষণ একলা হলে,
মুখ লুকিয়ে কাঁদে আস্তাবলে !

মহীন একি ! ঘোড়া যে সব, কখন মরে কাঠ !
কেমন করে, কে খেল এই সোনা দেশের সোনার রাজ্যপাট !
ওহো ! মহীন তোমার ঘোড়াগুলি —
এখন যে সব অচল, সব নকল !
মহীন তোমার ঘোড়াগুলি কাঠের !
কেমন করে ভাঙবো আমি ভয়ের কেল্লা –
কেমন করে পার হবো এই মারের সাগর, তেপান্তরের মাঠে ?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments