কবিতাছুঁয়ে দেখো, কল্পতরু হয়ে যাব !
কবিহিয়া রাজা
বিষয়প্রেম
উৎসর্গতাকে
লিখার স্থানদুবাই
লিখার সময়নভেম্বর ২০২৩
5/5 - (2 votes)

ছুঁয়ে দেখো, কল্পতরু হয়ে যাব, সুগন্ধি পারিজাত –
বুকে নাও, বুকের গভীরে, চিরবসন্ত হয়ে থেকে যাব
আঙ্গুল ছোঁয়াও, তানপুরা অনাহত নাদে বাজে কিনা দেখো
কাছে বসো, চোখ বুঁজে সমস্ত ইন্দ্রিয় জলে দেব !

ছোঁও, ছুঁয়ে দাও আমার এ বুক,
শান্ত করো, সারাও এ উন্মাদের ছোটার অসুখ !
ছুঁয়ে দাও, ওই হাতে, পরাস্ত বিপন্ন নাবিক-
হারালে হারাক যত দিকভ্রষ্ট চেনবার দিক !
দাও ওই হাত, ঘরে ফেরা গোধূলীর মত শান্ত –
অনিবার
কোন বিস্মৃতির গর্ভে, বিদর্ভ নগরীর গৃহস্তের
কুলবধূ হাতে নিয়ে সন্ধ্যের প্রদীপ যেন
দায়হীন মল্লিকার মত নিবেদনে
ছুঁয়ে দাও বুকের এখানে —
ছোঁও, ছুঁয়ে দাও আমার এ বুক,
তোমার যা কিছু তা তোমারই থাকুক,
অপরূপা অসম্ভাবিনী নারী,
এ তুমি আকাশ হলে বরিষণ হয়ে যেতে পারি –
সর্বংসহা ভূমি হলে রোজ হবে নবান্ন উৎসব !
হব তোর নাভিমূলে, যোগরূঢ় অঘোরী সাধক বায়ুভুক –
তোর দিগন্তে হবো ঘরে ফেরা বলাকার কলরব !

ছুঁয়ে দেখ, কল্পতরু হয়ে যাব, সুগন্ধি পারিজাত – ইছামতী নদী-
একবার, ছুঁয়ে দিস, ছুঁয়ে দিস যদি – !

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments