5/5 - (2 votes)

কথা শান্ত হয়ে এলে, শব্দরা কবিতার মত খেলা করে, স্বচ্ছ পাথরের আড়ালে
কারুর না দেখা স্রোতে, একাকিনী, – অভিমানী, লুকোনো আঘাত
হারানো বেলার মতো – বন্ধ জানালার কাঁচে – উবে যাওয়া নিঃশ্বাসের ছলে
কন্যাকুমারীরর অন্তরীপ, বিষণ্ণ বদ্বীপ, কিশোরী প্রথম রক্তপাত !
এই মন চেয়েছিলে বুঝি – এরকম না দেখা ছোট ছোট হীরের স্পন্দন
অলংকার দেখেনি যে জন, নরম মোমের মতো তনু কাঠ
গলে, কখন ফসিল হবে, বাৎসরিক বৃত্তে লেখা হবে – শুকানো জলের পাঠ
তাই বসে, অদ্ভুত সময়ে – রয়ে সয়ে – ন্যাপথলিনের গন্ধ মাখি –
মন, বৈরাগী হাওয়ায় লেখে নাম, বাতি জ্বলে ওঠে – সন্ধ্যা- একে একে , মগ্ন সন্ধ্যারতি !!
অনেক যন্ত্রনা পুড়ে – সুখের কাঁটার ঘন জ্বালে – জমে খালি দুই ফোঁটা স্মৃতি,
বোধহয় কবিতা হয়, বোধহয় – সে কথা সে বলেনি কখনো –
যুথবদ্ধ ভাঙা পয়ারের দল, মৌন, মাগরিবের সময় তো হয়নি তখনও !
কোনো আমি, বিবাগী হিয়া, নষ্ট বৈরাগী, অনিমেষ নির্নিমেষ, দেখি !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments