বাংলা কবিতা, বর্ষপূর্তি বিচ্ছেদ কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন - কবিতা অঞ্চল
4/5 - (4 votes)

আশি কি’বা নব্বই দশকের আবেগ বিশ্লেষণের কবিতা রচিত হ’য়ে বহুকাল পূর্বেই মোটা মলাটের কাগছে বন্দী!
শরৎ কি’বা বসন্তের প্রভাতকিরণ অবশ দেহে প্রাণ সঞ্চালনে ব্যর্থতা’র দায়ে দায়ী ।
কৃষ্ণচূড়া কি’বা কাঠগোলাপ বিচ্ছেদ্য’কালে সব যেন বিষাক্ত  কাঁটা ফুটায়, অবশ প্রেমী
নিয়নবাতির আলোটা একটু আদৌ আদৌ জ্বলছে,
হঠাৎ !!.. ধূসরতা জমে শহরটাকে জানান দিয়ে দিল আমাদের বোধ হয় বিচ্ছেদ্য সময় আগত।।
ক্রমশ তিক্ততার হার ভালবাসার হারের ব্যস্তানুপাতিক রূপে বৃদ্ধিঃ পাচ্ছে, মধ্যখানে দূরত্বের সাঁকো পারাপার।
আবার আসব বললে মন্দ হয় না, তোমার মনঃমন্দিরে।
তিক্ততার পর্যায়ে বিচ্ছেদ্ উত্তম,
বিচ্ছেদ্য প্রহর অপেক্ষার ভালবাসা হুশিয়ার!
নির্মম সত্য’র কাছে ভালবাসা অসহায়ত্ব রূপে সজ্জিত।
বিচ্ছেদ্য শয্যা’য় শয্যাশায়ী প্রণয়, প্রেম এবং তুমি-আমি

তোমায় একটু ছুঁয়ে দেখব ?
আমি, ঠোঁট বদলাতে পারব,
          দুঃখের জলের স্বাদ বদলাতে পারব,
         কোমড় বদলাতে পারব, কি’বা
         যৌবন কাম্যতা বদলাতে পারব,
কিন্তু তোমার শরীরে সেই গন্ধ, নিশ্বাসের শব্দ, কাশফুলের তুলোর ন্যায় ওই হাতের স্পর্শ’র অনূভুতি অপরিবর্তনশীল।

ঠিক, ৬টা বেজে ১৫ মিনিটে বটতলার গলির মুখের নিয়নবাতির নিচে দাঁড়িয়ে রইলাম তোমার আহ্বানে,
গত বর্ষের একই দিনে, একই সন্ধ্যায়, একই বসন্তে, সিদ্ধান্তঃ নিয়েছিলুম আর একসাথে নয় !!
সর্ম্পকের তিক্তার দ্বারে বিদায় সম্ভাষণ জানায় অসহায় ভালবাসা । দু’জন দুমুঠো দুঃখবিহীন দুঃখ ক্রোধ বুকে টেনে নির্মম সত্য’র মুখে অগ্রগামী দু’দিকে।
খুব, আটকাতে চেয়েছিলুম বুকে টেনে জড়িয়ে বলতে চেয়েছিলুম দুঃখবিহীন দুঃখ আমাকে দিয়ে আবার, শুরু করি শেষ থেকে রচিত করি প্রেমকাব্যের দ্বিতীয়াংশ !!
আহ্লাদী প্রশ্নে/ভাবনায় কেটে গেল কত বর্ষের বসন্ত, বর্ষ পেড়িয়ে আবার দু’জন ধূসর শহরের মুখে আমরা মুখোমুখি, কিন্তু বলতে মানা অ-নামিকা, আমি আজো তোমায় ভালবাসি !!
আমি কি-তোমাকে একটু ছুঁয়ে দেখব ? কি’বা একটু জড়িয়ে ধরব ? শুধু একটিবার, বর্ষপূর্তি বিচ্ছেদন’কে ভুলিয়ে জড়িয়ে ধরবে আমায় প্রিয় অ-নামিকা ?

প্রণয়, প্রেম, বিচ্ছেদ- এ’যেন সর্ম্পকের অবধারিত সূত্র।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments