- আমি কবি না,
আমাকে কবি বলবেন না,
আমাকে কবিতার ভার দিবেন না,
আমাকে অযথা কবি সম্মোধনে ভূষিত করবেন না।
আমাকে নিশাচর ভুবনে হারিয়ে যেতে দিন
আমাকে চুপিচুপি দুঃখাকুলে ভাসিয়ে দিন
আমাকে শরৎ-হেমন্তের মাঠে আশ্রয় দিন
আমাকে হিমবাহে তপস্যা করতে দিন
আমাকে আমার প্রেমিকার কাছে পৌঁছে দিন
আমি কবি না
আমাকে কবি বলবেন না। - কবিতার ভূবণে হইতে আমার নাম মুছে দেন
কবি পরিষদ সভা’র বক্তৃতা কাগজ পুড়িয়ে দেন
মিথ্যে কবিতার ছন্দ-স্তবক-চরণ ভুলে যান
কাব্যের সঙ্গে মম দ্বিপক্ষীয় চুক্তিপত্র অভ্রনীলে উড়িয়ে দেন
কবিতার সঙ্গে মম বিচ্ছেদের গান ছায়ানটে পৌঁছে দেন
ডাকবাক্স থেকে চিঠি গুলো পরিত্যক্ত পিয়নের ব্যাগে লুকিয়ে রাখুন
কবি’র চিহ্নবহ মরুচরে বালি চাপা দিয়ে দেন
আমি কবি না
আমাকে কবি বলবেন না। - আপনাতে আমি কবি
আপনাতে আমি রবি
আপনাতে আমি বৈরাগী
আপনাতে আমি ভবঘুরে শুয়োপোকা
আপনাতে আমি শুয়োরের বাচ্চা
আপনাতে আমি নির্বাক শ্রোতা
আপনাতে আমি অপ্রয়োজনীয়
আপনাতে আমি কবিতার সংস্কারক
আপনাতে আমি বাধ্যতামূলক - আমাতে আমিতে আমি
শেষমেশ বলে যাই,
আমি কবি না
আমাকে কবি বলবেন না৷
2020-08-02