4/5 - (1 vote)

রাজনীতি ছাপিয়ে দলমত নির্বিশেষে তৃষ্ণার্ত কন্ঠ
চায় জল !
গাঁ-গেরামে যা সোনার চেয়েও দামী;!
জলস্তর অভিমানে নামতে নামতে নেমে গেছে
অতল পাতালে !
কারা সব তেতে আগুন ;
কাদের পাতে জোটে না নুন !
চোখে পড়ে, পথের দু’ধারে
কাতারে কাতারে
বালতি হাতে বহু মানুষের সুদীর্ঘ লাইন—–

গ্রামের কোন সুদূর প্রান্তে কারা যেন ঠিক
রটিয়ে দেয় ‘আর্সেনিক’—– ‘ডাইন’
বিস্তীর্ণ জনপদ এখন শুখা—–
উথ্বান ঘটে যায় অন্ধকারের
যে জগতের
পথ আঁকাবাঁকা;!

মিনারেল ওয়াটারের বিলাসিতা নয়
গ্রামগঞ্জ চায়, গলা ভেজানোর
তৃষ্ণা মেটানোর জল |

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments