ধীরে ধীরে তখন নামছে সন্ধ্যা
কোপাইয়ের জলে
ঐ নদীর ওপারে—-
অ-দূরে
ধানক্ষেতের গাঢ়-অন্ধকারে
টিমটিমে নক্ষত্রের আলো—-
মাঝে মাঝে হাইওয়ের বুক চিরে
অটোমোবাইলের যান্ত্রিক আওয়াজ
ভয়াল নিস্তব্ধতাকে ছিন্ন করে
গুটিকয় সারমেয়র করুণ ডাক
বুকে ভয়ার্ত ঢেউ তোলে
রাত্রি আরও সুতীব্র গভীর হলে
হয়ে ওঠে মায়াময় !