
মাহু মাহবুব কম্পিউটার বিভাগে পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি সিরামিক শিল্প। বর্তমানে তিনি বাংলাদেশী ব্লগার এবং সোশ্যাল একটিভিস্ট হিসেবেই সমাদৃত। মাহু মাহবুব বাংলাদেশের রাজনীতি, ইতিহাস ও অন্যান্য বিষয়ের ওপর ০৩ টি গ্রন্থ তিনি রচনা করেছেন, পয়েম হান্টার, স্টোরি মিরর, পয়েট্রি স্টেট, ত্রৈমাসিক সাতরং, ছন্দের আসর, পাক্ষিক প্যারিস টাইমস, নব ভাবনা, কাব্য কাগজ সহ প্রায় ১৬ টি ওয়েবসাইট ও কবিতার আসরে তিনি নিয়মিত লিখেন।
mahumahbub
দ্রবণ
মনকথা-ক্ষণকথা
তুমি-আমি
2 Dec 2000
Male
Bangladesh
Moulvibazar
OTHER