Review This Poem

মানুষের বিকৃত ছায়া পেরিয়ে যায় মানুষ
নক্ষত্র পরিণামে।
এই লাঞ্ছনা আর পরাজয়ের অধ্যায়গুলো
ভূমিকাতে স্থান পায় না
পড়ে থাকে শুধু উপসংহারের পাতায়।
মানুষই ভূমিকা লেখে আবার মানুষই উপসংহার বানায়।

যেমন ধরুণ যুদ্ধে মানুষ মারে মানুষকে
আবার মানুষই পাল্টায় পৃথিবীর মানচিত্রকে;-
সমস্ত কিছুই বৃথা – থাকে শুধু পরাজয়
আর অতীত তো মৃত্যুকে অনেক আগেই ছুঁয়ে ফেলে
অপরাধী আসামীকে ফাঁসি দেওয়ার মত।

তরুণ প্রজন্ম ত্যাগ করে লাঞ্ছিত পদত্যাগ
যেমন ছেড়ে আসা মানে প্রস্থান নয়
তেমনি প্রস্থান মানে পদত্যাগ নয় ;-
মানুষ চলে গেলেও অধিক কিছু রয়ে যায় বৃথা প্রয়াসের ভিতর
যা পূর্ণতা এনে দিতে পারতো স্থিতিশীল উপাদানকে
গতিশীল অবস্থায় আনার মত।

লাঞ্ছনার ভিতর লাঞ্ছনা থাকে না অনেক ক্ষেত্রে
সময় ও পরিস্থিতির চাপে অনেক পূর্ণতায় লাঞ্ছনা হয়ে যায়
তাই লাঞ্ছনা একদিন পূর্ণতা আনতে পারে উপসংহারের পাতায়।

© Abhijit Halder
13.10.2023

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments