বাংলা কবিতা, বোধ কবিতা, কবি ঋত্বিক শংকর সেন - কবিতা অঞ্চল
Review This Poem

শত অপরাধ শেষে দেখতে পাই,
আজ অদ্ভুত শৃঙখলায় বন্দী জীবন,
ভারী সকালগুলোতে আত্মীয়ের মৃত্যু,
দিনব্যাপী আত্ম মৃত্যুভয়।

বোধ হলো হঠাৎ,
একদিন –
উন্মুক্ত আকাশ থেকে নিষ্পাপ পাখি খাঁচায় ভরেছিলাম,
তার শোধও হয়তো কখনো কখনো দিতে হয়!

এতটুকু বোধ নিয়ে –
ক্ষমা চাই দৃশ্যমান ঈশ্বরের কাছে। 

প্রকৃতির কৃপায় –
বেঁচে যদি যাই এই যাত্রায় কোনো ফাঁক দিয়ে,
তারপর থমথমে মাইনাসের রাতে,
সস্তা হুইস্কির বোতলে,
টেবিল চাপড়ে মাতাল হবো আরেকবার!

কথা দিলাম-
এরপর আর কোনো পাপ নয়, মাতলামি নয়, 
পাপের প্রায়শ্চিত্ত কেবল।
শুধরে নেব নিজেকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments