Review This Poem

“ভক্তি বাবু ”
– – – – – – – – – – – – – – -:- – – – – – – – –
পীযূষ কান্তি দাস
– – – – – – – – – – – – – – – – – – – – – – –
শক্তিগড়ের ভক্তিবাবু
লোক সুবিধের নয় ,
ছয়কে করে নয় কখনও
নয়কে করে ছয় ।
দিনকে সে যে রাত করে দেয়
আপন কোলে ঝোল টেনে নেয়
দেখলে যে তার ব্যাপার -স্যাপার
মনে জাগে ভয় ,
শক্তিগড়ের ভক্তিবাবু
লোক সুবিধের নয় ॥

দেখলে পরে ডবকা নারী
জমায় সে ভাব তাড়াতাড়ি
মিষ্টি কথায় ভোলায় তারে
চোখ করে চকচক ,
ক্যামনে হবে ইচ্ছে পূরণ
বানায় তারই ছক ।
বাধা যদি কেউ দিতে যায়
অকালে সে জীবন হারায়
তাইতো সবাই তাকে দেখেই
পায় যে বিষম ভয় ,
শক্তিগড়ের ভক্তিবাবু
লোক সুবিধের নয় ॥

এবার ভোটের আগে যে তার
জাগলো মনে সাধ ,
না হলে যে মন্ত্রী নাকি
জীবনটা বরবাদ ।
ছুট্টে গেল কোলকাতাতে
ফান্ডে বিশাল চাঁদা দিতে
জুটে গেল পার্টির টিকিট
আর কে তারে পায় !
ভোটের দিনে এই দমাদম
চলল গুলি পড়ল রে বোম
ছাপ্পা মেরে রেকর্ড করে
সে তো জিতে যায় ॥

মন্ত্রী হলো ভক্তিবাবু
বিরোধীরাও সবাই কাবু
করে রে জয় জয় ।
কিন্তু আমি কি যে করি
দুশ্চিন্তায় বুঝি মরি
মনে বাড়ে ভয় ,
কারণ….
শক্তিগড়ের ভক্তিবাবু
লোকটা ভালো নয় ॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments