ক্ষমতার পতন
মোঃ সোহাগ আলমগীর
ক্ষমতার অপব্যবহার
দেশটাকে করল ধংস
সময় থাকতে পদত্যাগ করলে না কেন?
জাতি সরকারকে প্রশ্ন করছে
জ্ঞানহীনতার জন্য
ধরল ছাত্র – ছাত্রী জীবন বাজি
শহীদ হলো প্রথম আবু সাঈদ
আবু সাঈদের শহীদ দেখে
সকল ছাত্র-ছাত্রী রাজপথে
জীবন দিবে একই সাথে
অনেক ছাত্র শহীদ হলো
স্বৈরাচারী সরকারের পতন হলো
মেধাবীদের বিজয় নিশ্চিত হলো