বাজ পড়ে পুড়ে যাওয়া বুকের দরজা
এমন হাট করে খুলে রাখলে
তোমার টুকটাক গোপন কথাদের কী হবে
তার চেয়ে, অই দেখো বৃষ্টি পড়ছে
ওই বৃষ্টির হাত ধরো
আর চুপি চুপি বলো কাঁঠালপাতা
তাতে করে তোমার শরীরে
কোনো ম্যাজিক নামবে না ঠিকই
তবে তোমার পরচুলা-আঁটা শিরে হালকা হাওয়ায়
ছড়িয়ে পড়বে কিছু বাউল
এই সন্ত্রাসকবলিত ভিটেমাটিতে
তাই বা কম কিসের..।