1/5 - (1 vote)

আজ দুপুরে মেঘের ছায়া
সারা আকাশ জুড়ে।
দিনের আলো চলে গেল
কোন সুদূরের নীড়ে।

বাষ্প রাশির আনাগোনা
বরিষণের পথ অচেনা,
পাখিরা সব ফিরছে বাসায়
মেঘের আড়ালে যেন লুকায়ে
অশনির বাসনা।

গাছেরা সব নিঝুম হয়ে
নীরবে যেন আছে চেয়ে।
উঠতে বাকী দামাল হাওয়া
কোন বিপদের আশঙ্কা লয়ে।

তৃতীয় প্রহরের ভ্রমণ
মনে হবে কী আচরণ!
পায়ে জুতা মাথায় ছাতা
পথিক আমি পদব্রজে
সহায় কেবল দুই চরণ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments