3/5 - (1 vote)

ট্রেনটি স্টেশনে থামল
আমি নামলাম – গন্তব্য শেষ হয়েছে
কিংবা বিরতি জানালাম একটু অবকাশে।
ট্রেনটি অন্য স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত
আমি বিদায় দিলাম…. ট্রেনটিকে।
দুরন্ত গতিতে ট্রেনটি চলে গেল স্টেশন ছেড়ে
আমি ফিরে আসলাম।

চোখে বিবশ রাত্রি মনেতে আন্ধার
দীর্ঘ শহর জুড়ে দুঃখের ইতিহাস
মেনে নেওয়া যায় না !
মেনে নিতে হয়।
কেউ কথা রাখে না ! রাখতে জানে না
এমনকি প্রিয়জনও নয়
থাকলে প্রিয়জন না থাকলে আসজন।

যুগের নিয়ম বদলায়
মানুষ বদলায় সময়ের চাপে কিংবা নিয়মে
সহজে মানুষ বদলে গেলে বিশ্বাস অবিশ্বাসের স্থান পায়
আর শুধু পড়ে থাকে হৃদয় নিংড়ানো একরাশ শূন্য অর্ভ্যন্তনা।

© Abhijit Halder
16.10.2023

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments