” অপূর্ণ সাধ ”
– – – – – – – – – – – – – – – – – – –
পীযূষ কান্তি দাস
– – – – – – – – – – – – – – – – – – –
ইচ্ছে করে ভোরের বেলায় উঠে,
অরুণ আলোয় স্নানটি আমি করি
তারপরে ওই ধুলিভরা মাঠে
আয়েশে যাই ছুটে।
সবুজ কানন ডাকবে আমায় কাছে
চৈতি হাওয়া মলয় পবন হয়ে
ফুলে ফুলে দেবে দোদুল দোলা
তাতেই হবে তৃপ্ত আমার মন
তার চেয়ে কী শান্তি কিছুই আছে?
মনটা হবে আমার ইচ্ছে ঘুড়ি
ভেসে ভেসে যাবো অচিন দেশে
মেলে দিয়ে রঙিন দুটি ডানা
আজকে না হয় নীল আকাশে উড়ি ।
কিংবা হয়ে অঝোর ঝর্ণাধারা
ঝর ঝর ঝর ঝরে শুধু যাই ,
নদী হয়ে পাগলপারা বেগে
সব কিছুকেই ভাসিয়ে আপন স্রোতে
সৃষ্টিছাড়া বাঁধনহারার মতো
মন কেমনের গান গুলো আজ গাই॥
(রিপোস্ট )