“দিশেহারা”
————————————–
পীযূষ কান্তি দাস
————————————–
হারিয়ে গেছে আগের বন্ধু-দল
হয় না দেখা এখন তাদের সাথে,
বারান্দাতে একলা থাকি বসে
উদ্বেগে আজ ঘুম আসে না রাতে।
ছোট্ট বেলায় কেবল মনে হতো
বড়ো হবো কবে যে হায় আমি,
এখন মনে ছোট্টো হওয়ার সাধ
মুখটি টিপে হাসেন অন্তর্যামী।
দিনগুলো আর নয়কো রঙিন মোটে
বারুদগন্ধ হানাহানি ভরা,
ন্যায়নীতিরা বস্তাবন্দী কথা
কেন এমন হলো বসুন্ধরা?
বাংলা জুড়ে ভোটের বাদ্যি বাজে
দাপিয়ে বেড়ায় মা -মানুষ- মাটি,
বোমা -গুলি রক্ত দেদার ঝরে
শিরদাঁড়াটা বিকিয়ে দিয়ে হাঁটি।
দূরত্বকে সঙ্গী করে নিয়ে
একা একা গুমরে গুমরে মরি,
কান্ডারিহীন এখন ভাটির টানে
যায় ভেসে যায় উন্নয়নের তরী।।