Review This Poem

এই রাজনীতি
যেদিন প্রথম পেয়েছিল মানুষেরা—- হাতের মুঠোয় !
প্রকৃত অর্থে, সেদিন কি তারা বুঝেছিলো
মনোবাসনা ক্ষমতার
ওই সাপলুডো খেলা ?
চিরদিন এইখানে এক অপার
ব্যাপ্তির অনুভবে. দিন গুটিয়ে বেলা
যে করুণ অসহায়
পদ্মপাতায়
উড়ু উড়ু সেই মন,আটকে রাখা দায়

ওদিকে কারও কি পড়েছিল চোখে
ভাঙা কারখানার
শেড, ছাউনি—–
গজিয়ে ওঠা ঘাস পায়ের নীচে
মরচে-পড়া চিমনি !
গেটের ওপাশে ম্রিয়মাম মুখে,
ওরা কারা ?
দেওয়ালময় বিবর্ণ রঙিন পোষ্টার !
ভূতগ্রস্তের মতো কথা বলে——ফ্যাসফেসে
স্বরে শীর্ণ ঘাড় নেড়ে হেসে হেসে !
নিজেদের দুর্বলতাকে
বেআব্রু করে রাখে !
তাদের কথায় যুক্তি আচে হয়তো—–
কিন্তু বিনয় নেই !
অচলায়তনের দেওয়ালে ধাক্কা-দেওয়া, অবশ্যই
কঠিন-শক্ত কাজ, খুবই !

প্রতিযোগিতা, সর্বত্র ইঁদুর-দৌড়, অধুনা বীজমন্ত্র—–
কে কাকে ল্যাং-মেরে
এগিয়ে যাবে | মনে হয়, ছিল দ্বেষ সৃষ্টির ভিতরে—–
এতকাল কোথায় যে রয়েছিলাম ?
ধরা যাক, এই পৃথিবীর আরেক নাম

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments