2/5 - (1 vote)

অঢেল কল্পনা মিশে যায় অস্তিত্বে
সম্পূর্ণ বিরহের সংযোগে।
এক করুণা সিন্ধু সাথীহারা অবমাননা জানায়
মনে হয় অভদ্রতায়।

পৃথিবীর অতি নিকটে যে তারাগুলো আলো দেয়
সমস্ত অনিশ্চয়তার অবকাশে তাঁরাও একদিন ঝরে যায়
অজস্র দুঃখ বেদনায়।
অন্ধকার অরণ্যের ছায়াপথ এগিয়ে যায় অবুঝ হৃদয়ে
মানুষ হারিয়ে ফেলে চলার পথ একটানা অবয়বে।

শূন্যের পথে বন্ধু থাকে না
বিরহের সুর হৃদয়ে বাজে বাক্যহীন এলোমেলো
সময় বদলের রঙে উপেক্ষা আসে শতকোটি
স্থির অস্থির মনোযোগে উপলব্ধি হারিয়ে
নিভে যায় আশার আলো জীবনের প্রদীপে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments