ঘুমন্ত পায়ের ছাপ
পেরিয়ে
খুঁজে নিচ্ছি সর্বনাম-লাইন হোটেল!
আসলে পাপোশ নয়
পড়ে আছে
…তেলচিট স্মৃতি
হাইজাম্প দিতে দিতে স্ফীতমেঘ
নেমে আসছে
বোতলবন্দী দৈত্যের কাছে।
ঘুমন্ত পায়ের ছাপ
পেরিয়ে
খুঁজে নিচ্ছি সর্বনাম-লাইন হোটেল!
আসলে পাপোশ নয়
পড়ে আছে
…তেলচিট স্মৃতি
হাইজাম্প দিতে দিতে স্ফীতমেঘ
নেমে আসছে
বোতলবন্দী দৈত্যের কাছে।