ছড়িয়ে পড়ছে বিদায়ী পথিকনামা
নির্বোধের মতো এ কোণ থেকে ও কোণ
ভিজতে গিয়ে থই থই যতো!
আভিধানিক মজ্জার সূত্র
গ্রাম থেকে শহর
নিরাপত্তাহীন শীতকালীন উৎসব—
মেজাজের তার ছিঁড়ে গেছে
গীটারে এখন রাতকানাদের
বোবা রিংটোন।
ছড়িয়ে পড়ছে বিদায়ী পথিকনামা
নির্বোধের মতো এ কোণ থেকে ও কোণ
ভিজতে গিয়ে থই থই যতো!
আভিধানিক মজ্জার সূত্র
গ্রাম থেকে শহর
নিরাপত্তাহীন শীতকালীন উৎসব—
মেজাজের তার ছিঁড়ে গেছে
গীটারে এখন রাতকানাদের
বোবা রিংটোন।
নিরব প্রতিবাদ যেনো!!!
অনবদ্য!