ঈশ্বর থাকেন জলে
তাঁর জন্য বাগানে পুকুর
আমাকে একদিন কাটতে হবে।
আমি একা…
ঈশ্বর থাকুন কাছে, এই চাই–জলেই থাকুন!
জলের শান্তিটি তাঁর চাই, আমি, এমনই বুঝেছি
কাছাকাছি থাকলে শুনি মানুষের সঙ্গে দীর্ঘদিন
সম্পর্ক রাখাই দায়
তিনি তো মানুষ নন!
তা ছাড়াও, দূরের বাগানে
–থাকলে, শূন্য দূরত্বও
আমাদের সম্পর্ক বাঁচাবে।